Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

মে ১৩, ২০১৫, ০৬:২৭ এএম


উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

 উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিয়ন ইয়ং চল-এর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা সংসদে এ তথ্য জানিয়েছে।

সিউলভিত্তিক সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, হিয়নকে গত ৩০ এপ্রিল কয়েকশ মানুষের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশ না মানায় তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয় বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এসআইএস) জানায়, কিম জং উনের একটি সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের সময় নির্দেশনা না মানার কারণে ইয়ন নিহত হন।

২০১০ সাল থেকে ইয়ন জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তাঁর সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে ২০১১ সালের ডিসেম্বরে প্রয়াত নেতা কিম জং-ইলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি তাঁর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেন।

২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন ইয়ন। এর পর বিভিন্ন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয় বা তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাঁদের মধ্যে কিম জং-উনের চাচা চ্যাং সং-থায়েক রয়েছেন।