Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পাকিস্তানে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

ডিসেম্বর ১৮, ২০১৪, ০৫:৩৪ এএম


পাকিস্তানে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

  পেশোয়ারের স্কুলে তালেবানের নৃশংস হামলায় শতাধিক শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

এদিকে হামলা পরবর্তী করণীয় ঠিক করতে সব সংসদীয় দলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এসময় জঙ্গিবাদ সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত আসামীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের স্থগিতাদেশ বাতিলের ঘোষণা দেন নওয়াজ। এতে করে ধারনা করা হচ্ছে; তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরুর পর বিগত দিনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব জঙ্গির দণ্ড কার্যকর স্থগিত রাখা হয়েছিল, শিগগিরই তাদের শাস্তি কার্যকর করা হতে পারে।

এর আগে নিরস্ত্র শিশুদের ওপর তালেবান হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ভারতসহ বিভিন্ন দেশের সরকার এ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে একে বিয়োগাত্মক বলে উল্লেক করে।