Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

মুসলিম হওয়ায় চাকরি পেলেন না জিসান

মে ২১, ২০১৫, ১০:৫৬ এএম


মুসলিম হওয়ায় চাকরি পেলেন না জিসান

 জিসান আলি খান, এমবিএ পাশ। চাকরি জন্য আবেদন করেন ভারতের নয়াদিল্লির এক বিখ্যাত এক্সপোর্ট সংস্থায়। এরপর যান পরীক্ষা দিতে। কিন্তু চাকরি সংক্রান্ত সবধরণের দাবি মেটানো সত্ত্বেও, এ যাত্রায় চাকরি পেলেন না জিসান। আর এর একটায় কারণ, তিনি মুসলিম।

জিসান অভিযোগ করেন, তিনি ও তাঁর আরও কয়েকজন বন্ধু বিখ্যাত হীরে এক্সপোর্ট সংস্থা হরে কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডে চাকরির জন্য আবেদন করেছিলেন। তার অন্য বন্ধুরা সেখানে চাকরি পেয়ে গেলেও, তিনি তার আবেদনের ২০ মিনিটের মধ্যে জবাব পেয়ে যান। জবাবে লেখা ছিল আমাদের সংস্থায় আবেদন করার জন্য ধন্যবাদ, কিন্তু আমরা মুসলিম প্রার্থীদের চাকরিতে রাখি না। প্রথমে জিসান এটাকে মজা ভেবেছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন এটাই সত্যি। তিনি মুসলিম বলে চাকরিটা পাননি।

পরে বিষয়টি জিসান ফেসবুকের মাধ্যমে জনসমক্ষে আনেন। অবশ্য এই ঘটনা জানা জানি হওয়ার পর সংস্থার এক উচ্চ পদস্থ আধিকারিকের তরফে তার কাছে দুঃখপ্রকাশ করে মেল আসে। সেখানে স্পষ্ট বলা হয় জাতি ধর্মের বিচারে তারা চাকরি পদপ্রার্থী বাছাই করেন না। সূত্র: এবিপি