Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সিরিয়ার অর্ধেক অঞ্চল আইএসের দখলে

মে ২২, ২০১৫, ০৬:০৫ এএম


সিরিয়ার অর্ধেক অঞ্চল আইএসের দখলে

 সিরিয়ার প্রাচীন নগর পালমিরা দখলের মধ্য দিয়ে দেশটির অর্ধেক অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। স্থানীয় সময় শুক্রবার আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত পালমিরা দেশটির হোমস প্রদেশের মধ্যভাগে পড়েছে। গতকাল বৃহস্পতিবার আইএস ওই অঞ্চলের দখল নেয়। এটি ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের অংশ।

পালমিরায় সক্রিয় কয়েকজন মানবাধিকারকর্মী নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে বলেন, বুধবার সন্ধ্যায় গোটা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। এর পর থেকে স্থানীয় লোকজন ঘরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছে।

একজন মানবাধিকারকর্মী বলেন, ‘আইএস রাতারাতি শহরের দখল নিয়েছে। বিদ্যুৎ বা পানি নেই বললেই চলে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। জানি না, আমাদের জন্য কী অপেক্ষা করছে।’

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সিরিয়ার ১৪টি প্রদেশের নয়টিতে প্রায় ৯৫ হাজার বর্গকিলোমিটার জায়গা দখল করে নিয়েছে আইএস।

এর আগে সিরিয়ার দিরা প্রদেশের বসরা শহরও দখলে নিয়েছিল আইএস। এ শহরটিও ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের অংশ। এ ছাড়া এপ্রিলে দামেস্কের মধ্যভাগ থেকে ৮ কিলোমিটার দূরে ইয়ারমুক শরণার্থী ক্যাম্প দখল করে নেয়। ওই ক্যাম্পে ফিলিস্তিনের শরণার্থীরা বসবাস করে।