Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মিয়ানমার ৭২৭ জনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে

জুন ২, ২০১৫, ১০:৫৫ এএম


মিয়ানমার ৭২৭ জনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে

পাচারের শিকার ৭২৭ জন অভিবাসনপ্রত্যাশীসহ আটক নৌকাটিকে নৌবাহিনীর পাহারায় বাংলাদেশের জলসীমার দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার।

গত শুক্রবার আন্দামান সাগরে আটক ওই নৌকার আরোহীরা বাংলাদেশে যেতে চান, মিয়ানমারে নয় বলে মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের তথ্যমন্ত্রী ও প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হুতুত।

এর আগে মিয়ানমার আরেকটি নৌকা থেকে প্রায় ২০০ জনকে উদ্ধারের পর তাদের বাংলাদেশি বলে দাবি করে, যদিও তারা রোহিঙ্গাদের আড়াল করে আরোহীদের বাংলাদেশি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিল বলে রয়টার্সের এক অনুসন্ধানে উঠে আসে।

তবে ওই নৌকার আরোহীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মিয়ানমারের মন্ত্রী। গত শুক্রবার মিয়ানমারের দক্ষিণ উপকূলে ওই নৌকাটি আটকের পর দেশটির সরকার আরোহীদের বাঙালি বলে দাবি করে।

মিয়ানমারের নৌবাহিনী তাদের সঙ্গে করে বাংলাদেশের জলসীমায় নিয়ে যাবে। নৌকার আরোহীদের সঙ্গে পানি ও খাবারও দিয়ে দেয়া হবে। এটা তাদের ইচ্ছাতেই করা হচ্ছে।