Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নাইজেরিয়ায় বোমা হামলায় ৫০ জন নিহত

জুন ৩, ২০১৫, ০৫:১২ এএম


নাইজেরিয়ায় বোমা হামলায় ৫০ জন নিহত

নাইজেরিয়ায় বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার দেশটির বর্নো রাজ্যের রাজধানী মেইদগুরিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, মেইদগুরির একটি গোশতের মার্কেটে ওই হামলার ঘটনা ঘটে। শক্তিশালী ওই বোমাটি কসাইয়ের টেবিলের নিচে লুকানো ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় বেলা ১টার দিকে বিস্ফোরণটি ঘটে। সামরিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এতে দোকানদার ও ক্রেতারা হতাহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। তবে এর দুইদিন আগে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, দেশটির নতুন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতা গ্রহণের পর যখন বোকো হারাম নিশ্চিহ্নের ঘোষণা দিয়েছেন তার কয়েকদিনের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। এমনকি বোকো হারাম ঠেকাতে রাজধানী আবুজা থেকে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার মেইদগুরিতে নেওয়ার ঘোষণা দেন বুহারি।