Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মংডুতে আনা হল আটক ৭২৭ অভিবাসীকে

জুন ৩, ২০১৫, ১১:০১ এএম


মংডুতে আনা হল আটক ৭২৭ অভিবাসীকে

মিয়ানমারের জলসীমায় সেদেশের নৌ-বাহিনী কর্তৃক আটক ৭২৭ অভিবাসন প্রত্যাশিকে মিয়ানমারের পুর্বাঞ্চলীয় রাজ্য আরকান প্রদেশের মংডু শহরে নিয়ে আসা হয়েছে।

আজ বুধবার সকালে মিয়ানমারের নৌ-বাহিনীর প্রহরায় কয়েকটি ট্রলারে করে নাফনদী হয়ে নিয়ে আসে তাদেরকে।

টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আবু জার আলজাহিদ ৭ শত ২৭ জন অভিবাসন প্রত্যাশিদের মংডুতে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার নৌ-বাহিনীর প্রহরায় সকাল ৭টার দিকে ৭শত ২৭ জনকে কয়েকটি ট্রলারে করে মংডুতে নিয়ে আসে।

সকালে এইসব অভিবাসন প্রত্যাশিদের নিয়ে তাদের দেশের নৌ-বাহিনীর জাহাজ নাফনদীতে প্রবেশ করলে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নকে অবহিত করে সেদেশের অভিসবাসন ও বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার (বিজিপি)।

বর্তমানে তাদেরকে মংডুর অস্থায়ী আশ্রায় কেন্দ্রে রাখা হয়েছে । তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো বিজিবিকে জানায়নি বলে কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান।

উল্লেখ্য, আন্দামান সাগর থেকে ৭২৭ অভিবাসীকে আটক করেছিল মিয়ানমারের নৌ বাহিনী। তারা সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে আসছে। ইতোমধ্যে সাগর থেকে আরো ২০৮ জনকে আটক করে মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকায় রাখা হয়েছে। যা বাংলাদেশের ঘুমধুম সীমান্ত এলাকা বরাবর।