Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৮০ বছর বয়সে আইএসে যোগ

জুন ৫, ২০১৫, ১০:০২ এএম


৮০ বছর বয়সে আইএসে যোগ

কালো জোব্বায় ঢাকা তাঁর আপাদমস্তক। এক হাতে কালো পতাকা, অন্য হাতে এ কে ৪৭। নেহাত পাক ধরেছে চুল আর দাড়িতে। বয়স তার ৮০ ছাড়িয়েছে। বন্দুক হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে এ যেন বৃদ্ধের দ্বিতীয় ইনিংস।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে এভাবেই যুদ্ধে নিজেদের নয়া সৈনিককে বিশ্বের সামনে তুলে ধরেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)। বৃদ্ধের কাঁধে বন্দুকের ভিডিওচিত্র দেখে স্বাভাবিকভাবেই নেটিজেনদের প্রশ্ন জেগেছে কে তিনি?

ভিডিওতে নিজেকে মহম্মদ আমিন বলে পরিচয় দিয়েছেন বৃদ্ধ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি চীনের জিংজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের ইমাম ছিলেন । ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘তুর্কিস্তানে কী যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে গত ৬০ বছরে, বলে বোঝানো যাবে না। মুসলিমদের ওখানে মানুষ বলেই গণ্য করা হয় না।’

কিন্তু এতদিন তা সহ্য করার পর হঠাৎ কেন আইএসে ? বৃদ্ধের কথায়, ‘জেহাদে অংশ নিতে বহু বছর আগেই ছোট ছেলেটা বাড়ি ছাড়ে। কিছু দিন আগেই সিরিয়ায় ওকে মেরে ফেলে সেনা। সেই ভিডিও দেখার পরেই মনস্থির করে ফেলি।’

চীন থেকে সপরিবারে সিরিয়ায় আইএসে শিবিরে এসেছেন এই বৃদ্ধ ।ভিডিওতে এ কে ৪৭-এর মতো বেশ কিছু অস্ত্র নিয়েও ‘পোজ’ দিতে দেখা গিয়েছে তাঁকে। আশি বছরেও যে তিনি জঙ্গিদের থেকে সব ধরনের অস্ত্রচালনার প্রশিক্ষণ নিয়েছেন, জানিয়েছেন নিজের মুখেই।

প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাঁর হাতেও বন্দুক তুলে দেওয়া হয়। তবে সরাসরি যুদ্ধে নামার অনুমতি মেলেনি। কিছুটা হতাশ ভঙ্গিতেই তাই তিনি জানালেন, ‘যুদ্ধে যেতে পারছি না বটে, তবে বেসক্যাম্প সামলানোও কম কথা নয়।’

মনে করা হচ্ছে, সিরিয়ার কোনও একটা জায়গায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওতে বেশ কিছু দৃশ্যে জঙ্গি পাঠশালার ছবিও মিলেছে। তবে এই ভিডিওর উদ্দেশ্য যে নিছকই নয়া সৈনিকের পরিচয় জানানো নয়, পরোক্ষে চীনকে হুমকি দিয়ে তাও স্পষ্ট করেছে আইএস। সিরিয়া এবং ইরাকে ‘ধর্মরাজ্য’ স্থাপন করেছে আগেই। এ বার জিংজিয়াং প্রদেশেও হামলার ইঙ্গিত মিলেছে ভিডিওতে।