Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফিলিপাইনের জেল থেকে মুক্তি পেল ৯ চীনা

জুন ১০, ২০১৫, ০৬:৪২ এএম


ফিলিপাইনের জেল থেকে মুক্তি পেল ৯ চীনা

ফিলিপাইন ৯ চীনা জেলেকে মুক্তি দিয়েছে। একবছর সাজা খাটা শেষে তাদের মুক্তি দেয়া হয়। বুধবার কর্মকর্তারা এ কথা জানান।

অবৈধভাবে সমুদ্রে বিপন্ন প্রজাতির কচ্ছপ ধরার অপরাধে তাদের সাজা দেয়া হয়।

কর্মকর্তারা জানান, গত বছর মে মাসে বিতর্কিত পানি এলাকা থেকে তাদের আটক করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর জরিমানার অর্থ দিতে ব্যর্থ হওয়ায় তাদের কারাদন্ড দেয়া হয়।

আদালত সূত্রে বলা হয়েছে, জেলেদের আইনজীবীর অনুরোধে স্থানীয় আদালত সোমবার তাদের ছেড়ে দেয়ার আদেশ দেয়।
পুলিশ স্পার্টলি দ্বীপের পূর্বাঞ্চলের হাফ মুন পানি এলাকায় এসব জেলের ১৫ টন ওজনের নৌকা থেকে কয়েকশ কচ্ছপ উদ্ধারের দাবি করে।

ফিলিপিনো আইন অনুযায়ী এসব কচ্ছপ সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। উল্লেখ্য, ফিলিপাইন ও চীন উভয়ে স্পার্টলি দ্বীপের দাবিদার।