Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

১৬২ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়া বিমান

ডিসেম্বর ২৮, ২০১৪, ০৫:১৪ এএম


১৬২ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়া বিমান

  রোববার সকালে এয়ার এশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিবিসি জানিয়েছে, ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। পরে জাকার্তার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কিউজেড-৮৫০১ ফ্লাইটটিতে যাত্রী ও ক্রু মিলে ১৬২ জন আরোহী ছিল বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এক সংবাদ মাধ্যম।

ইন্দোনেশিয় বিমানবন্দরের হাদি মুস্তফা নামের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে(বাংলাদেশ সময় ৫টা ১৭ মিনিট)বিমানটি যাত্রা শুরু করেছিল। কিন্তু উড়ার কিছুক্ষণ পরই জাকার্তার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই কর্মকর্তা আরো বলছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটিকে তাদের কাছে অপ্রচলিত একটি রুটে চলার অনুমতি চেয়েছিল।

এর আগে গত ৮ই মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানটি। কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে এটি হারিয়ে যায়। ব্যাপক অনুসন্ধান চালানোর পরও এর ভাগ্যে কী ঘটেছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি কোনো ধ্বংসবশেষ। তাই মালয়েশিয়ার ‘নিখোঁজ’ বিমানটি এখনও রহস্য হয়েই রয়েছে।