Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাঘের মাংস খাওয়ায় ১৩ বছর কারাদণ্ড

ডিসেম্বর ৩১, ২০১৪, ০৯:২৩ এএম


বাঘের মাংস খাওয়ায় ১৩ বছর কারাদণ্ড

  চীনের ধনাঢ্য ব্যবসায়ী জু। তিনটি বাঘ শিকার করে খেয়েছেন। শুধু তাই নয়, আলাদাভাবে বাঘের রক্তও পান করেছেন। এই ঘটনায় ১৩ বছর কারাদণ্ড ও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছেন তার।

জানা গেছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে এ ঘটনা ঘটেছে। দণ্ড পাওয়ার জু ধনাঢ্য আবাসন প্রকল্পের ব্যবসায়ী। বাঘ কিনে রক্ত খাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
আদালতকে আইনজীবীরা জানান, বাঘ খাওয়ার বিচিত্র শখ রয়েছে জুর। তিনি বাঘের হাড্ডি কাবাব করেন। বাঘের মাংস খান। বাঘের রক্ত পান করেন। জুর বাড়ি থেকে অপরাধের আলামতও উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় তার ১৫ জন সহযোগীকে পাঁচ থেকে সাড়ে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। তবে তাঁদের অর্থদণ্ডের পরিমাণ কম।
দণ্ড পাওয়া ব্যক্তিরা উচ্চ আদালতে আপিল করেছিলেন। আপিলে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।