Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

জানুয়ারি ৭, ২০১৫, ০৬:৪৯ এএম


তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

  যুক্তরাষ্ট্রে তুষারপাত পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা প্রায় ছয় থেকে সাত ইঞ্চি পুরু তুষারে ঢাকা পড়েছে। তুষারপাতের আশঙ্কায় ২২টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্ক অবস্থা। এদিকে প্রচণ্ড তুষার ঝড়ের পূর্বাভাস থাকায় শঙ্কিত জেরুজালেম ও যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী।

তুষারপাতের সঙ্গে যারা পরিচিত নন, তাদের জন্য এই দৃশ্য রোমাঞ্চকর। উষ্ণ পোশাকে উপভোগ্য অবিরত এ তুষারপাত। আর তুষারপাতের এ দৃশ্যে যদি হয় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ এলাকায় তাহলেও তা পর্যটকের আনন্দে বাড়তি মাত্রাই যোগ করে।

পর্যটকরা জানান, 'তুষারপাত খুবই খুবই সুন্দর। যুক্তরাষ্ট্রে ঘুরতে আসার পর এটাই আমাদের প্রথম তুষারপাত উপভোগ।'

কিন্তু এই দৃশ্যের বাইরে ভিন্ন পরিস্থিতি মার্কিন মুল্লুকে। তুষারঝড় ব্যাপক ভোগাচ্ছে মার্কিনিদের। রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন এলাকা ঢেকে গেছে প্রায় ৭ ইঞ্চি পুরু বরফে। যানবাহনকে থমকে থাকছে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। কোথাও কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনাও। এ আশঙ্কায় ইউএস ক্যাপিটল হিলের অনেক স্কুলের বাস সেবা বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্কুলও।