Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

প্যারিসে পত্রিকা কার্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ১১

জানুয়ারি ৭, ২০১৫, ০১:১৪ পিএম


প্যারিসে পত্রিকা কার্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ১১

 ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি সাময়িকীর কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বিদ্রুপাত্মক সাপ্তাহিক সাময়িকী 'শার্লি অ্যাবদো' কার্যালয়ে ওই হামলায় আহত হয়েছেন ১০ জন।  আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা সাময়িকীটির কার্যালয়ে গুলি করে পালিয়ে যায়।
 
বিবিসি জানায়, হামলাকারীদের গ্রেফতারে প্যারিসে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ।
 
ইসলামী জঙ্গি সংগঠন আইএস নেতা আবু বকর আল বাগদাদীকে নিয়ে সাময়িকীটির টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করার পর এ ঘটনা ঘটলো। এর আগেও সাময়িকীটি সমসাময়িক ঘটনার বিদ্রুপাত্মক খবর ছেপে সমালোচনার জন্ম দেয়।
 
২০১১ সালে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় সাময়িকীটির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট ফ্যাঁসোয়া ওঁলাদ ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় একটি জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
 
হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী বেনিয়ত বিরিঙ্গার ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে বলেন, 'বন্দুকধারীরা কালো কাপড়ে মুখ ঢেকে শার্লির কার্যালয়ে প্রবেশ করে। এর কিছু সময় পরই কয়েকটি গুলির শব্দ শুনতে পাই।'
 
ফ্রান্সের পুলিশ কর্মকর্তা লাক পয়েনএ্যান্ট বলেন, 'এটি একটি হত্যাকাণ্ড।' এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দেশটির গণমাধ্যম কর্তৃপক্ষদেরকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।