Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

প্যারিসে পত্রিকা অফিসে হামলাকারীদের 'সনাক্ত'

জানুয়ারি ৮, ২০১৫, ০৫:২৯ এএম


প্যারিসে পত্রিকা অফিসে হামলাকারীদের 'সনাক্ত'

ফ্রান্সের প্যারিসে পত্রিকা অফিসে হামলাকারীদের 'সনাক্ত' করার দাবি করেছে ফ্রান্স পুলিশ। পুলিশের বরাত দিয়ে  ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।

পুলিশ দাবি করেছে, সন্দেহভাজন তিনজন হামলাকারীর পরিচয় জানা গেছে। এদের মধ্যে দুই ভাই রয়েছে, যারা ইসলামি চরমপন্থি বলে ধারনা করা হচ্ছে। আর অন্যজনের বিরুদ্ধে ইরাকে জিহাদি পাঠানোর দায়ে আগে থেকেই অভিযোগ রয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

প্যারিসের প্রসিকিউটর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ঐ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৮ বছর বয়সী এক তরুণ স্বপ্রণোদিত হয়ে ধরা দিয়েছেন।

বুধবার ফ্রান্সের প্যারিসে 'শার্লি অ্যাবদো' নামের একটি ম্যাগাজিন অফিসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়।নিহতদের মধ্যে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্ট ছিলেন।

মহানবী (স.) -এর কাটুন প্রকাশ করায় এর আগেও শার্লি হেবদো পত্রিকাটি মুসলমানদের রোষানলে পড়েছিল।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই হামলা বাক স্বাধীনতা ও ফ্রান্সের মূল চেতনার ওপর আঘাত। তিনি বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

এই হামলায় পর ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। সূত্র-বিবিসি