Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কারাগারে স্বামী-স্ত্রীর সহবাস অধিকার

জানুয়ারি ৮, ২০১৫, ১০:৫৮ এএম


কারাগারে স্বামী-স্ত্রীর সহবাস অধিকার

 

ভারতের একটি আদালত কারাগারে বন্দি স্বামী-স্ত্রীর মধ্যে সহবাসের অধিকারের রায় দিয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট গত মঙ্গলবার একটি রায়ে জানিয়েছে, কারাগারে বন্দি স্বামী-স্ত্রীর সহবাস এবং সন্তান ধারণের আকাঙক্ষা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।

পাতিয়ালা কারাগারে এক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি যশবীর সিং ও সোনিয়া সিং আদালতে এক আবেদনে দু’জনে একসঙ্গে থেকে সহবাসের অনুমতি চেয়েছিলেন। বিয়ের আট মাসের মাথাতেই দু’জনে গ্রেফতার হয়েছিলেন।তাই কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার অনুরোধ জানিয়েছিলেন।

তবে তারা আবেদনে জানিয়েছিলেন, ব্যক্তিগত যৌন ক্ষুধা মেটানোর জন্যই তিনি এ অনুরোধ জানাচ্ছেন না। সেই মামলা যশবীরের ভয়ঙ্কর অপরাধের নিরিখে খারিজ করে দিলেও বিচারক সূর্য কান্ত বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে কারাগারে স্বামী-স্ত্রীর যৌনতাকে মৌলিক অধিকারের মধ্যেই ফেলেছেন। সেই সঙ্গে বিচারক সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।