Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিভার’

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৫, ২০২০, ০৬:১০ এএম


কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিভার’

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ভারতের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’। ওই সময় ভারতে তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিন সকালে জানায়, ‘নিভার’র প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

উইন্ডি ডটকমের আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাব পড়তে শুরু করেছে তামিলনাড়ু উপকূলে। সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

পুদুচেরিতে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পণ্য ও সেবা নয় এমন দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য ইতোমধ্যে এনডিআরএফ’র ১ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, বাংলাদেশের এক আবহাওয়াবিদ গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘নিভার’ এর প্রভাব বাংলাদেশে পড়বে না। ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে।  নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। 

আমারসংবাদ/এআই