Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কোনো করোনা রোগী নেই সিঙ্গাপুরে!

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৫, ২০২০, ০৫:০০ পিএম


কোনো করোনা রোগী নেই সিঙ্গাপুরে!

প্রাণঘাতী করোনার সংক্রমণে যখন পুরো বিশ্ব ক্ষতবিক্ষত, ঠিক তখনই সিঙ্গাপুর করোনাকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) তারা বলেছে, ১৪ দিনে সেখানে নতুন করে স্থানীয় পর্যায়ে কোনো আক্রান্তের খবর নেই। 

তারা বলেছে, শ্রমিকদের একটি ডরমেটরি ছিল করোনাভাইরাস সংক্রমণের শেষ ক্লাস্টার। সেখান থেকে এই ভাইরাসকে হটিয়ে দিয়েছে তারা। এসব ডরমেটরিতে গাদাগাদি করে অবস্থান করেন বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক। এ ছাড়া তাদের সঙ্গে থাকেন ভারতীয় ও চীনা শ্রমিক। তাদের বেশির ভাগই যুবক। তবে কাজ করেন অল্প বেতনে।

এ বছর করোনাভাইরাস সংক্রমণের মূল ছিল এসব শ্রমিকের ডরমেটরি। এক পর্যায়ে ওইসব ডরমেটরিকে লকডাউন দেয়া হয়। কর্তৃপক্ষ বলছে, দু’সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে যখন স্থানীয় পর্যায়ে একজন মানুষও করোনাভাইরাসে আক্রান্ত হননি, তখন বিদেশ থেকে যাওয়া এক ব্যক্তির দেহে এই সংক্রমণ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে গত বছর চীনের উহানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ঘটে। এরপর চীনের বাইরে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায় সিঙ্গাপুরে। তারপর থেকে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫৮ হাজার মানুষ। মারা গেছেন মাত্র ২৮ জন। সারা বিশ্বে মৃত্যুর দিক দিয়ে এই সংখ্যা সর্বনিন্ম।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছিল বিদেশি শ্রমিকদের বাসস্থান বলে পরিচিত ওইসব ডরমেটরিতে। ফলে কর্তৃপক্ষ সেখানে কঠোর কোয়ারেন্টিন আরোপ করে। এ জন্য আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোর কড়া সমালোচনা সহ্য করতে হয় সিঙ্গাপুরকে। 

এদিকে মঙ্গলবার সিঙ্গাপুর প্রথম ঘোষণা করে, তাদের দেশে আর কোনো করোনা রোগী নেই।

আমারসংবাদ/জেডআই