Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আজ প্রবল শক্তিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বুরেভি’!

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২, ২০২০, ০৫:৪০ এএম


আজ প্রবল শক্তিতে আছড়ে পড়বে  ঘূর্ণিঝড় ‘বুরেভি’!

বঙ্গোপসাগরে সদ্য তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘বুরেভি’–তে পরিণত হয়েছে। এটি যেকোনও সময় আছড়ে পড়তে পারে ভারতের কেরালা উপকূলে। 

মঙ্গলবার (১ ডিসেম্বর) ভারতে দিল্লির আবহাওয়া অফিস ভয়ঙ্কর এই তথ্য দিয়েছে।

ইতোমধ্যে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সতর্কবার্তা জারি করেছেন। তিনি উদ্ধারকাজের জন্য নৌবাহিনীকে হেলিকপ্টার ও নৌকা নিয়ে তৈরি থাকতে বলেছেন।

ভারতীয় মিডিয়ার দাবি, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে যাবে। এরপর এটি বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর নাগাদ কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে।

এর আগে বুধবার মধ্যরাতে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার’। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। একইসঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। এতে জলমগ্ন হয়ে পড়ে উপকূলবর্তী বেশ কিছু এলাকা।

বহু স্থানীয় বাসিন্দাদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়। গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। 

কিন্তু সেই দুর্যোগ কাটতে না কাটতেই এবার আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

তবে ঘূর্ণিঝড় ‘নির্ভার’ এর মতো ‘বুরেভি’র প্রভাবও বাংলাদেশে পড়বে না বলে এরই মধ্যে আভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়াবিদরা।

আমারসংবাদ/জেডআই