Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মাস্ক না পরে সেলফি, চিলির প্রেসিডেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২০, ১১:৩০ এএম


মাস্ক না পরে সেলফি, চিলির প্রেসিডেন্টকে জরিমানা

মাস্ক না পরে সেলফিদতে পোজ দেওয়ায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে ৩৫০০ ডলার জরিমানা জরিমানা গুনতে হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ তাকে এ জরিমানা করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চিলিতে জনসমাগমস্থলে মাস্ক পরার ব্যাপারে ব্যাপক কড়াকড়ি রয়েছে। নিয়ম না মানলে জরিমানার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও আছে।

ডিসেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সেলফি ঘোরাফেরা করার পরপরই পিনেরা মাস্ক ছাড়া ছবি তোলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন।

সমুদ্রে সৈকতে তোলা সেলফিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর সেটি নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, ক্ষমা প্রার্থনার পরও ৩ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে।

চিলির প্রেসিডেন্ট জানান, সমুদ্রসৈকত তীরবর্তী অভিজাত শহর কাচাগুয়ায় নিজের বাড়ির কাছের সমুদ্রসৈকতে হাঁটতে গেলে এক নারী তাকে চিনে ফেলেন ও একসঙ্গে ছবি তোলার অনুরোধ জানান।

আমারসংবাদ/জেআই