Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনায় বিশ্বে আক্রান্ত ৮ কোটি ১১ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২০, ০৫:০০ এএম


করোনায় বিশ্বে আক্রান্ত ৮ কোটি ১১ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, রোববার (২৭ ডিসেম্বর) বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৯৯৪ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৯৮১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৭৬৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৪৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৮ হাজার ৭২৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বের প্রায় দু’শত দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয় বিশ্বের সংক্রমিত দেশ। তবুও করোনায় সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা অনবরত বাড়ছেই। 

আমারসংবাদ/জেডআই