Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্রোয়েশিয়া (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২০, ০১:৪০ পিএম


শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্রোয়েশিয়া (ভিডিও)

শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায়। যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। মঙ্গলবার দেশটিজুড়ে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপের ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, দেশটির জাগ্রেব থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু বাড়ি-ঘড়ের ছাদ ভেঙে গেছে, কিছু কিছু বিল্ডিংও ভেঙে গেছে।

ক্রোয়েশিয়ান রেড ক্রস জানিয়েছে, ভূমিকম্পের পরে পেট্রিনজায় ‘অত্যন্ত শোচনীয়’ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা পেট্রিনজায় ভূমিকম্পে আক্রান্তদের সহায়তায় সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। 

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">Situacija u Petrinji. <a href="https://t.co/EK63mcVofC">pic.twitter.com/EK63mcVofC</a></p>&mdash; Hrvatski Crveni križ (@crvenikriz_hr) <a href="https://twitter.com/crvenikriz_hr/status/1343886309207793664?ref_src=twsrc%5Etfw">December 29, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]

তাৎক্ষণিকভাবে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আগের দিন সোমবার একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভূতত্ত্ববিজ্ঞানী স্টিফেন হিকস এক টুইট বার্তায় জানান, শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আমারসংবাদ/এমআর