Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

স্কুলে গেলেই দৈনিক ১০০ টাকা পাবে ছাত্রীরা!

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৪, ২০২১, ০২:১০ পিএম


স্কুলে গেলেই দৈনিক ১০০ টাকা পাবে ছাত্রীরা!

স্কুলে গেলেই প্রতিদিন পাওয়া যাবে ১০০ টাকা করে। মেয়েদের আরও বেশি করে স্কুলমুখী করতে এমনই পরিকল্পনা করেছে ভারতের আসাম সরকার। স্কুল ছাত্রীদের পাশাপাশি কলেজ ছাত্রীদেরও এভাবে উৎসাহিত করা হবে। খুব শিগগিরই এই প্রকল্প কার্যকর করবে আসাম সরকার।

রোববার (৩ জানুয়ারি) এই ঘোষণা করেছেন আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যে স্নাতক এবং স্নাকোত্তর শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা করে জমা করে দেবে রাজ্য সরকার। বই কেনার জন্যই এই অর্থ দেওয়া হবে।

গত বছর প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করা ছাত্রীদের হাতে স্কুটার তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী।ফেব্রুয়ারি মাসে আরও ১৫০০০ ছাত্রীকে স্কুটার তুলে দেওয়া হবে। 

হিমন্ত বিশ্বশর্মার দাবি, যদি ১ লাখ ছাত্রীও প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে, তাহলেও তাদের প্রত্যেককে স্কুটার দেবে সরকার। ২০২০ সালে পাশ করা ২২,২৪৫ জন ছাত্রীকে স্কুটার দেওয়ার জন্য ১৪৪ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আমারসংবাদ/জেআই