Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

শিক্ষার্থীদের নেয়নি বাস, ফিল্মি কায়দায় পথ আটকালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১০, ২০২১, ১০:৫০ এএম


শিক্ষার্থীদের নেয়নি বাস, ফিল্মি কায়দায় পথ আটকালেন শিক্ষামন্ত্রী

বাসস্টপে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো স্কুল শিক্ষার্থীদের। সরকারি বাস এল, কিন্তু তাদের না নিয়েই হাওয়া। এ সময়ে ধাওয়া করে বাসটিকে থামালেন শিক্ষামন্ত্রী।

ভারতের কর্নাটক রাজ্যে এ ঘটনা ঘটেছে।
 
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তুমাকুরু জেলার কোরাটেগেরে তালুকের এক বাসস্টপে দাঁড়িয়ে ছিল স্কুল ছাত্ররা। কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) একটি বাস তাদের না নিয়েই চলে যাচ্ছিল। পেছনে ছিলেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার। তিনি নিজের কাজে মধুগিরির দিকে যাচ্ছিলেন।

চোখের সামনে ওই ঘটনা দেখে তিনি বাসটিকে তাড়া করেন। আইকে কলোনি এলাকার কাছে রাজ্যসড়কে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে পড়ে তার গাড়ি। 

এরপর বাসচালক এবং কনডাকটরকে বের করে কৃতকর্মের ব্যাখ্যা চান। ভবিষ্যতে প্রতিটি বাসস্টপে দাঁড়াতে এবং শিক্ষার্থীদের তুলতে নির্দেশও দেন।

এই ঘটনা জানতে পেরে কেএসআরটিসি টুইট করে জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং সঠিক পদক্ষেপ নেওয়া হবে। আপাতত সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রীর ভূমিকার ব্যাপক প্রশংসা চলছে।

আমারসংবাদ/জেআই