Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিশ্বে করোনার হালচাল

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২০, ২০২১, ০৫:৩৫ এএম


বিশ্বে করোনার হালচাল

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ২০ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।  

সংস্থাটির তথ্যানুযায়ী, বুধবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৫৫ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৬৫ হাজার ৬৯৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৭৯ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৪৮৬ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭৫৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৫১১ জন।

আমারসংবাদ/জেডআই