Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ন্যাশনাল গার্ডের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২১, ০২:৫০ পিএম


ন্যাশনাল গার্ডের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০ জানুয়ারি তার অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসা ন্যাশনাল গার্ডের সদস্যদের অনেকেই ক্যাপিটল হিলের কার পার্কে বিশ্রাম নিতে বাধ্য হন। সম্প্রতি এমন কিছু ছবি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ডের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন বাইডেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের কয়েকশ সদস্য একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এমনকি বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর তাদের নিজ নিজ সেনাদের ডেকে পাঠিয়েছেন।

এ ঘটনায় শুক্রবার ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ডেকে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং এ বিষয়ে তিনি (বাইডেন) কী করতে পারেন তা জানতে চেয়েছেন। অপরদিকে ন্যাশনাল গার্ডের সদস্যদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। জিল বাইডেন বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে আপনারা সুরক্ষিত রেখেছেন। আমি এখানে শুধুমাত্র আপনাদের ধন্যবাদ দিতে এসেছি।’ তিনি তাদের উপহার হিসেবে চকলেট, বিস্কুট দিয়েছেন বলেও জানা গেছে।

[media type="image" fid="107137" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

এদিকে এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেনের ওই শপথে অংশ নেয়া ন্যাশনাল গার্ডের দেড়শ থেকে  দুইশ সদস্যের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা জানিয়েছেন, ন্যাশনাল গার্ডে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় বাইডেনের শপথ অনুষ্ঠানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। এদিন নিরাপত্তার কাজে মোতায়েন ছিলেন ২৫ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য।

আমারসংবাদ/এমএ