Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইসরাইলী আয়রন ডোম

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২১, ১০:০০ এএম


মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইসরাইলী আয়রন ডোম

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইসরাইলী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসরাইলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা।

এসব কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলী দৈনিক হারেৎজ জানায়, কর্মকর্তারা আশা করছেন খুব শিগ্রই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম স্থাপন করা হবে। তবে কোন কোন দেশে আয়রন ডোমের ব্যাটারি স্থাপন করা হবে তা প্রকাশ করেনি তারা।

দৈনিকটির খবরে আরো বলা হয়, গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের সুযোগ দিচ্ছে ইসরাইল, যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে ইরানি হামলা থেকে রক্ষা করা যায়।

এছাড়া পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে জানান ইসরাইলী কর্মকর্তারা। পূর্ব ইউরোপের এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছে বলেও দাবি করেন তারা।

আমারসংবাদ/এমএ