Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দ্বন্দ্ব নিরসনে আলোচনায় তুরস্ক-গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২১, ১২:৩০ পিএম


দ্বন্দ্ব নিরসনে আলোচনায় তুরস্ক-গ্রিস

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন ও সমুদ্রসীমা নির্ধারণের লক্ষ্যে গ্রিসের সঙ্গে আলোচনা শুরু করেছে তুরস্ক। তুরস্কের ইস্তাম্বুলে সোমবার (২৫ জানুয়ারি) এই আলোচনা শুরু হয়। 

দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লূ সরাসরি আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে। তারই ধারাবাহিকতায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সে সময় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান তিনি। ফলে পাঁচ বছর পর ন্যাটো জোটের সদস্য দেশ দুটি এ ধরনের আলোচনায় বসল। এর আগে ২০১৬ সালে  সর্বশেষ আলোচনায় বসেছিলো দেশ দুটি।

এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যকার আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। তবে এই আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি আসবে বলে মনে করেন না তিনি। কারণ গ্রিস এবং তুরস্ক গত সপ্তাহেও বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে।

আমারসংবাদ/এমএ