Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ফিলিস্তিনের মসজিদ ভাঙলো ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২১, ০৭:২৫ এএম


ফিলিস্তিনের মসজিদ ভাঙলো ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার (২৭ জানুয়ারি) সকালে ইসরাইলের কয়েকটি সামরিক যান আল-খলিল শহরের দক্ষিণে ইয়াতা শহরের পূর্বদিকের এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তাণ্ডব চালায়। এসময় তারা ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। 

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরাইলি সেনারা মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করেছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঐ কূপের পানি ব্যবহার করতো। 

এর কিছুদিন আগে ইসরাইলি দখলদারেরা জানায়, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেয়া হয়নি। তাই তা ভেঙে দেওয়া হবে।

এদিকে, অধিকৃত জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে দখলদার সেনারা। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ করলে সংঘর্ষ বাধে। ফলে দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘর-বাড়ি লক্ষ্য করেও গুলি, টিয়ার শেল এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে।

উল্লেখ্য, ইসরাইলি বাহিনী নানা অজুহাতে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি এমনকি মসজিদ ধ্বংস করছে।

আমারসংবাদ/এমএ