Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সমুদ্রের গভীরে মালাবদল!

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৯:৫০ এএম


সমুদ্রের গভীরে মালাবদল!

অভিনব পদ্ধতিতে বিয়ে করেছেন ভারতের এক দম্পতি। বিয়ের সাজসজ্জা সবই ছিলো। বর-কন্যার পরনে বিয়ের পোশাক, মুখে মাস্ক, হাতে ফুলের মালা। তবে পিঠে অক্সিজেন সিলিন্ডার। তারপর সমুদ্রে ঝাঁপ।

পুরোহিতের ঠিক করা সময়ের মধ্যে সমুদ্রের ৬০ ফুট গভীরে গিয়ে মালাবদল করেন চেন্নাইয়ের এই প্রকৌশলী দম্পতি।

অভিনব এই মালাবদলের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। দুই পরিবারের সম্মতিতেই তাদের এরকম শখের বিয়ে।

[media type="image" fid="108908" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

জলসম্পদকে পরিষ্কার রাখা ও প্লাস্টিক মুক্ত রাখার বার্তা দিতেই তারা এমনটা করেছেন। এসময় প্রায় ৪৫ মিনিট পানির নিচে কাটান তারা।

আমারসংবাদ/এমএ