Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

হাঁসের সঙ্গে ৪ দশকের বন্ধুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ১০:৪৫ এএম


হাঁসের সঙ্গে ৪ দশকের বন্ধুত্ব

চার দশক ধরে একটি রাজহাঁসের সঙ্গে অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছে তুরস্কের রিসেপ মিরজান নামে এক ডাক পিয়নের।

১৯৮৪ সালে চিঠি বিলি করতে তুরস্কের এডিরনে প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে ডানা ভাঙা অবস্থায় ওই রাজহাঁসটিকে পান মিরজান। পরে হাঁসটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন তিনি। 

এটির ভাঙা ডানার সঙ্গে কাঠি বেঁধে দিয়ে সুস্থ করে তোলেন। কিন্তু সুস্থ হওয়ার পর আর মিরজানকে ছেড়ে যেতে চায়নি রাজহাঁসটি। মিরজান হাঁসটির নাম রাখেন গেরিপ। যার অর্থ ‘অসহায়’। 

এরপর থেকেই মিরজানের ঘরের পেছনের মুরগির খোয়াড়ই হয় গেরিপের নিবাস। প্রতিদিন মিরজানের সঙ্গে হাঁটতে বের হয় গেরিপ। তাদের এ বন্ধুত্বে এলাকার সবাই অবাক ও মুগ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাদের এই বন্ধুত্বের খবর এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

আমারসংবাদ/এমএ