Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

২০২৩ সালে চাঁদে যাবে তুরস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০২:৫০ পিএম


২০২৩ সালে চাঁদে যাবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জাতীয় মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে ২০২৩ সালে চাঁদে অবতরণ করবে তুর্কি মহাকাশযান। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আঙ্কারায় এক অনুষ্ঠানে দুই ধাপের এই মহাকাশ মিশন সম্পর্কে তিনি বলেন, দেশটির হাইব্রিড রকেটের মাধ্যমে চাঁদে প্রথম অবতরণ করবে। আন্তর্জাতিক সহযোগিতায় ২০২৩ সালের শেষের দিকে কক্ষপথের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে এই রকেট।

তবে আন্তর্জাতিক সহযোগতার ব্যাপারে বিস্তারিত বলেননি তিনি। কিন্তু গত মাসে তুর্কি কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ব্যাপারে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, ‘আমাদের পা থাকবে মাটিতে কিন্তু চোখ থাকবে মহাকাশে। আমাদের শেকড় থাকবে মাটিতে, ডালপালা উঠে যাবে আকাশে।’

[media type="image" fid="109926" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

তুরস্কের মহাকাশ অভিযান সম্পর্কে ১০টি লক্ষ্যের ঘোষণা দিয়ে এরদোয়ান জানান, মহাকাশের বৈজ্ঞানিক মিশনে এক তুর্কি নাগরিককেও পাঠানো হবে।

আগামী ১০ বছরের মধ্যে তুরস্ক মহাকাশ ভিত্তিক লক্ষ্যগুলো অর্জনের পরিকল্পনা করেছে জানিয়ে এরদোয়ান বলেন, দেশটি স্যাটেলাইট প্রযুক্তি আরো উন্নত করবে এবং অন্য মিত্র দেশগুলোর সঙ্গে একটি মহাকাশ বন্দর স্থাপন করবে।

আমারসংবাদ/এমএ