Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

যুক্তরাজ্যে ফেইসবুকে ‌‘নিউজ’ ট্যাব চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০২:৫৫ পিএম


যুক্তরাজ্যে ফেইসবুকে ‌‘নিউজ’ ট্যাব চালু

বর্তমান সময়ে খবর দেখার জন্য অনেকেই ফেইসবুকের উপর নির্ভর করেন। বিষয়টি বিবেচনা করে সব সংবাদ মাধ্যমের খবর একত্রে পাওয়ার সুবির্ধাথে আলাদা নিউজ সেকশন চালু করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। যুক্তরাষ্ট্রের পর এই সুবিধা পেতে যাচ্ছে যুক্তরাজ্যের ব্যবহারকারীরা। খবর বিবিসির।

ইতোমধ্যেই ফেইসবুকের সঙ্গে চুক্তি করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, চ্যানেল ফোর, দ্য ডেইলি মেইল, ফাইন্যান্সিয়াল টাইমস, টেলিগ্রাফ ও স্কাই নিউজ। ফলে ফেইসবুক নিউজের ট্যাবে গেলে এখন তাদের খবরগুলোর লিঙ্ক পাওয়া যাবে। বিশ্বখ্যাত বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি এখনো ফেইসবুকের সঙ্গে চুক্তি করেনি। তবে তাদের পাবলিক পোস্টগুলোও দেখতে ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না।

ফেইসবুকের মোবাইল অ্যাপে নিউজের জন্য আলাদা একটি আইকন থাকবে। এতে ট্যাপ করলে আরো কিছু অপশন পাওয়া যাবে। প্রত্যেক ব্যবহারকারীকে তাদের পছন্দ অনুযায়ী খবর দেখাবে ফেইসবুক অ্যালগোরিদম। প্ল্যাটফর্মটির আর কোথাও পাওয়া যাবে না এই ট্যাবের নিউজগুলো। 

পরবর্তীতে নিউজ পাবলিশাররা বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন সেবা থেকে আয় করতে পারবে বলে জানিয়েছে ফেইসবুক।

উল্লেখ্য, গত বছর সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে ফেইসবুকে নিউজ ট্যাব যুক্ত করা হয়।

আমারসংবাদ/এমএ