Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ইরাকে ১৬ আইএস জঙ্গি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৮:৩৫ এএম


ইরাকে ১৬ আইএস জঙ্গি গ্রেপ্তার

ইরাকের নিরাপত্তা বাহিনী ১৬ আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরকুক ও মসুল প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ওই আইসএস জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের তিনটি প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আইএস। এ ছাড়া তখন আরো দুটি প্রদেশেরও কিছু অংশ দখলে নেয় জঙ্গি সংগঠনটি।  

২০১৯ সালের ডিসেম্বরে দেশটিকে আইএসমুক্ত ঘোষণা করেন তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। কিন্তু তিন বছর পর সম্প্রতি আবারো বেশ কয়েকটি হামলা চালিয়ে জঙ্গি সংগঠনটি  তাদের অস্তিত্বের জানান দিলে নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।

আমারসংবাদ/এমএ