Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা কত দাঁড়িয়েছে?

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৩:৫৫ এএম


করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা কত দাঁড়িয়েছে?

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৪ লাখ ১১ হাজার, আর আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।  

সংস্থাটির তথ্যানুযায়ী, সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৬৩ জন, মোট মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৪৭১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৪৭০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ১৭৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ১৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ২৯৪ জন।

আমারসংবাদ/জেডআই