Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

করোনা থেকে সুস্থ বিশ্বের ৮৫৮০৮৯৯০ জন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১১:১৫ এএম


করোনা থেকে সুস্থ বিশ্বের ৮৫৮০৮৯৯০ জন মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছেন ২৪ লাখ ৫৪ হাজার ২৯০ জন। আর আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৭০১ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৯০ জন। 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩০৯ জনের। 

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৯৪ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ১২৩ জন। 

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩০ হাজার ৬২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৬১০ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিকের বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আমারসংবাদ/জেডআই