Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৯:৪৫ এএম


ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, নিহত ৬২

ইকুয়েডরে ভয়াবহ কারা-সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সংঘটিত এই সহিংসতাকে দেশটির সরকার অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে। খবর পার্সটুডের।

কারা সহিংসতা দমাতে কারাগারগুলোতে সাময়িকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। 

ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমান্ডো মনকায়ো জানিয়েছেন, কারা অভ্যন্তরে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় ৬২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তিনি। সংঘর্ষে কয়েকজন পুলিশও আহত হয়েছে তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।

মনকায়ো জানান, কারা সহিংসতা থামাতে অতিরিক্ত ৮০০ পুলিশ মোতায়েন করা হয়। এরইমধ্যে কারা পরিস্থিতি শান্ত হয়েছে। 

[media type="image" fid="111971" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারে প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে। গুয়াইয়াস, আজুয়ে এবং কটোপাক্সি প্রদেশের কারাগারগুলোতে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। ইকুয়েডরে যত কারাবন্দী রয়েছে তার শতকরা ৭০ ভাগ এই তিন প্রদেশের কারাগারগুলোতে রয়েছে।

আমারসংবাদ/এমএ