Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

আজানে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা দিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১১:০৫ এএম


আজানে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা দিলো ইসরাইল

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি মসজিদে ৪৮ ঘন্টার আজানে নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরাইল। ইহুদি ধর্মীয় উৎসব পুরিম উদযাপনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল। পশ্চিম তীরের হেবরনের ইবরাহিমি মসজিদে আজানে নিষেধাজ্ঞার নির্দেশনার কড়া প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন।

মিডল ইস্ট মনিটর এর খবরে বলা হয়, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের নিষেধাজ্ঞার এই আদেশকে ‘ধর্মযুদ্ধের আহবান’ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংগঠনের কাছে ধর্মীয় পবিত্র স্থান রক্ষায় আইনি ও নৈতিক দায়বদ্ধতা পালনেরও দাবি জানিয়েছে।

মসজিদটিরর পরিচালক শেখ হেফজি আবু সিনিনা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে।

আমারসংবাদ/এমএ