Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৭:৫০ এএম


মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। শনিবারের (২৭ ফেব্রুয়ারি) এই ঘটনায় এক নারী এবং এক তরুণও আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাকে চড়ে রাইফেল নিয়ে এমন তাণ্ডব চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। প্রদেশটির কাউন্সিলরের কার্যালয় জানিয়েছে, প্রদেশের প্রধান শহর গুয়াদালাহারার তোনালা উপশহরে একটি বাড়ির বাইরে গুলিতে জখমসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ভিতরে আরেকজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

এক বিবৃতিতে কাউন্সিলর কার্যালয় জানিয়েছে, আহত ওই নারী ও তরুণের চিকিৎসা চলছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মেক্সিকোর ড্রাগ-সম্পর্কিত যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু জালিস্কো। এর আগে গত ডিসেম্বরে এখানকার সৈকত শহর পুয়ের্তো ভাইয়ার্তার একটি রেস্তোরাঁয় প্রদেশটির সাবেক গভর্নর আরিস্তোতেলেস সানদোভালকে গুলি করে হত্যা করা হয়।


আমারসংবাদ/এমএ