Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রিয়াদে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১১:৩০ এএম


রিয়াদে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রিয়াদ। খবর পার্সটুডের।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি সরকার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের আকাশেই ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে এসব হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়েছে।

সৌদি আরবের আল-ইখবারিয়া টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছুড়ে একটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয়া হচ্ছে।

ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে বলেও জানিয়েছে রিয়াদ। এসব ড্রোনের অন্তত তিনটি আত্মঘাতী হামলা চালিয়েছে এবং বাকিগুলো হামলা চালিয়ে তাদের উৎসে ফিরে গেছে।

এসব হামলার পেছনে হুথি আনসারুল্লাহ আন্দোলন জড়িত রয়েছে বলে দাবি করেছে সৌদি সরকার। তবে এ সম্পর্কে আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 

আমারসংবাদ/এমএ