Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রী মুক্ত

মার্চ ২, ২০২১, ১১:৪৫ এএম


নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রী মুক্ত

নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রীর সবাইকে মুক্ত করা হয়েছে। তারা সকলেই সুস্থ রয়েছে। তারপরেও শারীরিক পরীক্ষার জন্য তাদেরকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে মুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মাদু বুহারি। এ ঘোষণা দিয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি। 

এ জন্য নাইজেরিয়া সরকারকে কোনো মূল্য পরিশোধ করতে হয়নি বলেও জানানো হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এক পুলিশ কর্মকর্তা জানান, গত ২৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে ওই ছাত্রীদের অপহরণ করে একটি বনে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার জামফারা রাজ্যের গভর্নর জানিয়েছেন, স্কুলছাত্রীদের ওই দলটিকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা এখন নিরাপদে আছেন। একটি মিনিবাসে করে ওই শিক্ষার্থীদের একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়। ভবনটির বাইরে শত শত মেয়েকে জড়ো হতে দেখা গেছে।

গত শুক্রবার আবাসিক স্কুল থেকে ৩১৭ ছাত্রীকে অপহরণ করে জঙ্গিরা। তবে নিয়ে যাওয়ার পথে অনেকেই দৌড়ে পালায়।

সব মিলিয়ে ২৭৯ জনকে নিয়ে যেতে পেরেছিল তারা। অবশেষে ঘটনার ৫ দিনের মাথায় তাদেরকে উদ্ধার করা গেলো।

আমারসংবাদ/কেএস