Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সু চি’র দলের নেতা খিন মং’র কারা হেফাজতে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৫:২০ এএম


সু চি’র দলের নেতা খিন মং’র কারা হেফাজতে মৃত্যু

মিয়ানমারে কারা হেফাজতে মারা গেছেন সু চি’র দল- এনএলডি’র নেতা খিন মং লাত। জান্তাবিরোধী বিক্ষোভের সময় শনিবার (৬ মার্চ) রাতে তিনি আটক হন। এরপর আটকের দিন রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা গেছে, খিন মং ইয়াঙ্গুনের স্থানীয় চেয়ারম্যান ছিলেন। তার সহযোগী খিন স্যান জানান, ‌‘সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কারাগার থেকে যে ছবি পাওয়া গেছে তাতে মাথার পেছনে ও পিঠে গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট। 

পরিবারের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। মিয়ানমারের ১০০ কোটি ডলার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। 

অন্যদিকে চিকিৎসকরা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। 

এনএলডির নেতাদের দাবি, কারাগারে নিপীড়নের কারণেই এ মৃত্যু। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর কোন মন্তব্য প্রকাশ করেনি।

আমারসংবাদ/জেডআই