Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৬, ২০২১, ০৮:৪৫ এএম


কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

কসোভোর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ভিজোসা ওসমানিকে রোববার আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।

পার্লামেন্ট স্পিকার গ্লুয়াক কনজুফকা এক ঘোষণায় বলেন, ৩৮ বছর বয়সী আইনের অধ্যাপক ভিজোসা ৮২টি ভোটের মধ্যে ৭১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ভিজোসা ওসমানি বলেন, রাষ্ট্রকে জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো। আমি হবো সকলের প্রেসিডেন্ট।

তরুণীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে ভিজোসা আরো বলেন, কসোভো আজ এক নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। তরুণীরা যা চায় তা করার অধিকার তাদের রয়েছে।

তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সকল স্বপ্নই বাস্তবে রূপ নেবে।

এদিকে ভিজোসাকে সমর্থন দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আলবিন কার্তি। দেশের দূর্বল অর্থনীতিকে চাঙ্গা এবং দেশটির প্রায় ৫০ শতাংশ বেকারত্ব দূর করা উভয়ের জন্য এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এছাড়া কোভিড-১৯ মোকাবেলা ও টিকা সংগ্রহ এবং ভেঙেপড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারও তাদের জন্যে অন্যতম চ্যালেঞ্জ।

আমারসংবাদ/এএসএম