Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আরো বাড়ছে সুয়েজ খালের প্রস্থ 

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ১০:১০ এএম


আরো বাড়ছে সুয়েজ খালের প্রস্থ 

মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল সুয়েজ খাল। চলতি বছরের গত ২৩ মার্চ সুয়েজ খালের উভয় পাশ অতি বৃহৎ গোল্ডেন-ক্লাস মালবাহী জাহাজ এভার গিভেন দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করে বিশ্ববাণিজ্যে।

তাই এই সব বিষয়ে চিন্তা করে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালের প্রস্থ বাড়ানো হচ্ছে। 

চেয়ারম্যান ওসামা রাবি জানান, দক্ষিণের যে পাশে এভার গিভেন জাহাজটি আটকে পড়েছিল সেখানকার প্রস্থ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চেয়ারম্যান জানান, আরো দুই থেকে তিনটি টাগবোট আনারও চিন্তা করা হচ্ছে।

তিনি জানান, নীরবে এ বিষয়ে কাজ করা হচ্ছে। গত ২৩ মার্চ প্রচণ্ড ঝড়ে এভার গিভেন জাহাজটি আটকে যায়। 

এর ফলে শত শত জাহাজের জট সৃষ্টি হয় যাতে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়। জাহাজ আটকে যাওয়ার তদন্ত চলছে।

চেয়ারম্যান জানান, এরই মধ্যে জাহাজের রেকর্ডার থেকে তথ্য সরিয়ে আনা হয়েছে এবং তা তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, আরো দুই থেকে তিন দিন সময় নেওয়া হবে রিপোর্ট দেওয়ার জন্য। এর চেয়ে বেশি নেওয়া হবে না।
খবর রয়টার্সের।

আমারসংবাদ/এএসএম