Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনায় নাজেহাল ভারত, ২৪ ঘণ্টায় সোয়া লাখ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ০৮:২০ এএম


করোনায় নাজেহাল ভারত, ২৪ ঘণ্টায় সোয়া লাখ আক্রান্ত

ভারতে করোনা পরিস্থিতি আবার বেশ খারাপ জায়গায় চলে গেছে। দেশটিতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখের বেশি আক্রান্ত হয়েছেন, যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক। এর আগে এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এতসংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি।  

ভারতে এখন ১২ লাখেরও বেশি মানুষের রোজ করোনা পরীক্ষা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ৬৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের পরিসংখ্যান আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেল। 

বুধবার এক লাখ ১৫ হাজার ৭৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মৃত্যু হয়েছিল ৬৩০ জনের, যা নভেম্বরের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  নতুন মারা যাওয়া ৬৮৫ জন নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।

এসব পরিসংখ্যান ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার ভয়াবহতাকে সামনে আনছে। নতুন সোয়া লাখ আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক কোটি ২৯ লাখ ৫৭৪ জনে।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর এটিই সর্বোচ্চ শনাক্ত।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে।

আমারসংবাদ/এএসএম