Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ধনী দেশে টিকা পেয়েছে ৪ জনে ১ জন, দরিদ্রে ৫০০ জনে ১ জন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ১০:৪৫ এএম


ধনী দেশে টিকা পেয়েছে ৪ জনে ১ জন, দরিদ্রে ৫০০ জনে ১ জন

বিশ্বজুড়ে করোনা মহামারির এই ভয়াবহ সময়েও দরিদ্র দেশগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ধনী দেশগুলো। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভ্যাকসিন মজুদ করছে বিশ্বের অনেক ধনী দেশ। ফলে দরিদ্র দেশগুলো পড়েছে বিপাকে।

ভ্যাকসিন বিষয়ে ধনী দেশ ও দরিদ্র দেশের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আলোচিত জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। এগিয়ে এসেছেন কোভ্যাক্সের সমর্থনে। বর্তমানে অসমতা দূর করে বিশ্বের প্রত্যেক মানুষের কাছে যতদ্রুত সম্ভব টিকা পৌঁছে দিতে কাজ করছে কোভ্যাক্স। করোনাভাইরাস প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ হলো কোভ্যাক্স।

সম্প্রতি একটি টুইটে গ্রেটা লিখেছেন-

‘উচ্চ আয়ের দেশগুলোতে ৪ জনের মধ্যে প্রায় ১ জন করোনার ভ্যাকসিন পেয়েছেন, সে তুলনায় স্বল্প আয়ের দেশগুলোতে ৫০০ জনেরও বেশি লোকের মধ্যে মাত্র ১ জন ভ্যাকসিন পেয়েছেন।’

নিজের ফাউন্ডেশনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমার ফাউন্ডেশন বিশ্বজুড়ে আরও ন্যায়সঙ্গতভাবে ভ্যাকসিন বিতরণ নিশ্চিত করতে কোভ্যাক্সকে ১ লাখ ডলার অনুদান দেবে।’

করোনার বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিন পেতে দরিদ্র দেশগুলো জটিলতায়ও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমারসংবাদ/আরএস