Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘অনুপ্রবেশকারী’ পাকিস্তানি কবুতরের বিরুদ্ধে মামলা দিবে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ০১:৪৫ পিএম


‘অনুপ্রবেশকারী’ পাকিস্তানি কবুতরের বিরুদ্ধে মামলা দিবে বিএসএফ

পাকিস্তান থেকে ভারতে ‘অনুপ্রবেশ’ করা একটি কবুতরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বাহিনীটির এক কর্মকর্তা জানান, গত শনিবার কবুতরটি অমৃতসর জেলার রোড়াওয়ালা সীমান্ত চৌকিতে একটি বিএসএফ সদস্যের কাঁধে এসে বসেছিল। স্পষ্টতই সেটি সীমান্তের ওপার থেকে উড়ে আসে। তাই কবুতরটির বিরুদ্ধে এফআইআর করতে চান তারা।

অমৃতসর জেলার পুলিশ কর্মকর্তা সুপার ধ্রুব ডাহিয়া জানান, বিএসএফ কবুতরটির বিরুদ্ধে এফআইআর রেজিস্ট্রেশন করতে চাইছে।

তিনি বলেন, ‘কবুতরটি পাখি হওয়ায় এর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা যেতে পারে বলে আমার মনে হয় না। তবে আমরা বিশেষজ্ঞদের মতের জন্য বিষয়টি আমাদের আইনজীবীদের কাছে পাঠাচ্ছি।’

ওই কবুতরের পায়ে যোগাযোগের ঠিকানা লেখা একটি ছোট কাগজের টুকরো বাঁধা ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, কবুতরের পায়ে বেধে দেয়া ওই কাগজের নম্বরটি বিশ্লেষণ করা হচ্ছে। কবুতরটি বর্তমানে খানগড় থানায় আছে।

আমারসংবাদ/আরএস