Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

অ্যাম্বুল্যান্স না পেয়ে মায়ের লাশ বাইকে করেই নিয়ে গেলেন ছেলে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২১, ০৬:১৫ এএম


অ্যাম্বুল্যান্স না পেয়ে মায়ের লাশ বাইকে করেই নিয়ে গেলেন ছেলে (ভিডিও)

ভারতজুড়ে চলছে করোনার নির্মম তাণ্ডব। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সব মিলিয়ে করোনায় মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখছে ভারত। এবার দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ভিডিও ক্লিপ কাঁপিয়ে দিলো সবাইকে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে রাজ্যের শ্রিকাকুলাম শহরে কোভিডের ভয়াবহতা কতোটা তা দেখলো পুরো বিশ্ব। 

ভিডিওতে দেখা যায়,  অ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের লাশ বাইকে করেই শ্মশানঘাটে নিয়ে গেলেন ছেলে। 

ভারতীয় গণমাধ্যেম এনডিটিভির সুত্রে জানা যায়,  শ্বাসকষ্ট নিয়ে পঞ্চাশোর্ধ্ব মাকে নিয়ে হাসপাতালে আসেন ছেলে ও মেয়ের জামাই। কিন্তু চিকিৎসার আগেই হাসপাতালের সামনে মারা যান বৃদ্ধা। মরদেহ নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও মেলেনি অ্যাম্বুলেন্স। করোনায় মারা যাওয়া লাশ বহনে নারাজ অন্য গাড়িচালকরাও।

শেষমেষ কোনো দিশা না পেয়ে মোটরসাইকেলের মাঝেই মায়ের লাশটাকে কোনোরকম বসিয়ে চলেন শ্মশানঘাটের উদ্দেশ্যে।

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At a time when fear of <a href="https://twitter.com/hashtag/COVIDSecondWave?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#COVIDSecondWave</a> grips <a href="https://twitter.com/hashtag/Srikakulam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Srikakulam</a> dist, a family was forced to shift the body of a 50 yr old woman on a bike after their attempts to arrange <a href="https://twitter.com/hashtag/ambulance?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ambulance</a> to take her back to their hamlet, failed on Monday. She was waiting for test results. <a href="https://twitter.com/JanaSenaParty?ref_src=twsrc%5Etfw">@JanaSenaParty</a> <a href="https://t.co/5xeg1NUe4R">pic.twitter.com/5xeg1NUe4R</a></p>&mdash; Keelu Mohan (@keelu_mohan) <a href="https://twitter.com/keelu_mohan/status/1386926927647285248?ref_src=twsrc%5Etfw">April 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জনে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।

আমারসংবাদ/এডি