Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২১, ০৬:২০ এএম


 মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। দ্যা গার্ডিয়ান সূত্রে এ তথ্য জানা যায়। 

স্থানীয় সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি আটকা পড়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। 

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় দুর্ঘটনার পরপরই জীবিতদের উদ্ধারে উদ্ধারকারীরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। 

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">PRECAUCIÓN: Ambulancias y bomberos en camino por accidente en la estación del metro Olivos, línea 12. ?⚠️?? <a href="https://t.co/UFkcB1llju">pic.twitter.com/UFkcB1llju</a></p>&mdash; SUUMA Voluntarios ? (@SUUMA_CDMX) <a href="https://twitter.com/SUUMA_CDMX/status/1389422602339459077?ref_src=twsrc%5Etfw">May 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]

রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে।

টুইটারে দেওয়া এক বার্তায় শেইনবাম জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে হতাহত মানুষ এখানে রয়েছেন। আমি দুর্ঘটনাস্থলে রয়েছি এবং উদ্ধার কাজে নিয়োজিত কমান্ড সেন্টারে সহায়তা করছি।’

মেক্সিকোর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড শহরটির মেয়র থাকাকালীন মেট্রোর ১২ লাইনটি নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার পর টুইটরে তিনি বলেন, ‘মেট্রোতে আজ যে দুর্ঘটনা ঘটেছে তা আসলে ভয়াবহ বিপর্যয়। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এ ঘটনায় তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

আমারসংবাদ/এমএস