Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

সারাবিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২১, ০৩:৫৫ এএম


সারাবিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৫ মে) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ৩৩ লাখ ৭১ হাজার ৩৬৮ জন। সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩ লাখ ৯১ হাজার ৬০ জন।   

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।

চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের।     

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনে দাড়িয়েছে। এরমধ্যে দুই লাখ ৬৬ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন। এরমধ্যে ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে।   

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। এর মধ্যে ১২ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে।

আমারসংবাদ/এআই