Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ইসরায়েলের হামলায় মোট ১৪৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২১, ০৫:৩৫ এএম


 ইসরায়েলের হামলায় মোট ১৪৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার (১৬ মে) সকালেও হামলা চালানো হয়েছে। টানা সপ্তম দিনের মতো চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত চার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত কয়েক ডজন। গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি আবাসিক ভবন। একই সঙ্গে এই হামলায় হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ারের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

গাজা উপত্যকায় গত এক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় ৪১ শিশুসহ এ পর্যন্ত মোট ১৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫০ জনের বেশি।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে।

আর এই হামলায় নিহত ইসরায়েলি নাগরিকের সংখ্যা প্রায় ১০ জন।

গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় গাজায় ‘যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত’ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

তার এই ঘোষণার পর পরই গাজায় নতুন করে হামলার এই খবর পাওয়া গেল।

এদিকে, ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ে রোববার (১৬ মে) অনুষ্ঠেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আমারসংবাদ/এআই